খুলনা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ন বাণিজ্যিক শহর কালীগঞ্জ। ১৮৮৩ সালে এটি থানা সদর দপ্তর হিসেবে ছিল। ১৯৯০ সালের ১৪ মার্চ কালীগঞ্জ পৌরসভা গঠিত হয়। পরবর্তীতে ২০১০ সালে ক শ্রেনীর পৌরসভা হিসাবে মানোন্নয়ন করা হয়। পৌরসভায় মোট ৯টি ওয়ার্ড এবং ১৪টি মৌজা আছে। কালীগঞ্জ পৌরসভার ভিতর দিয়ে চিত্রা নদী প্রবাহিত। ঢাকা খুলনা মহাসড়ক এবং খুলনা মুজিবনগর মহাসড়ক পৌর শহরের ভিতর দিয়ে অতিক্রম করেছে। এছাড়া দক্ষিন বঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল ও মোবারকগঞ্জ রেলষ্টেশন পৌর শহরের মধ্যে অবস্থিত। পৌরসভার সীমানা উত্তরে ঝিনাইদহ সদর, দক্ষিনে যশোর সদর, পূর্বে শালিখা ও বাঘারপাড়া উপজেলা এবং পশ্চিমে কোর্টচাদপুর উপজেলা।

মিশন

* পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে মহা পরিকল্পনার আওতায় ভুমি ব্যবহার পরিকল্পনা প্রনয়ন, পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় শহরে পরিকল্পিত উপায়ে বাস/ট্রাক টার্মিনাল,রাস্তা, ইত্যাদি নির্মান করা হবে।
* পৌর এলাকার বিনোদন সুবিধার জন্য অবকাঠামো (পার্ক) নির্মান ও সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষ রোপন ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনসহ ফুটপাত নির্মান করা হবে।
* পরিকল্পিত উপায়ে পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। প্রয়োজনীয়তার ভিত্তিতে গভীর নলকূপ এবং ওভারহেড ট্যাংক স্থাপন, আয়রন ও আর্সেনিকমুক্ত পানি পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।
* পৌরসভার সকল আর্থিক প্রশাসনিক ও পৌর সেবাকর্মে মহিলা ও দরিদ্র প্রতিনিধিসহ পৌর নাগরিক ও অন্যান্য স্টেকহোল্ডারদের অংশ গ্রহনের সুযোগ নিশ্চিত করা এবং তা অব্যাহত রাখা হবে।
* আর্থিক প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ ও স্বয়ংসম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান, আধুনিক পৌরভবনে প্রশাসনিক কাজ পরিচালনা এবং তথ্য আদান প্রদানসহ ই-গভার্নেন্স প্রতিষ্ঠার জন্য কার্যক্রম গ্রহন করা হবে।

জনাব দেদারুল ইসলাম,
প্রশাসক,কালীগঞ্জ পৌরসভা

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার,
কালীগঞ্জ ,ঝিনাইদহ।

ভিশন

পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পৌরসভা কর্তৃক প্রদেয় সুযোগ সুবিধার পরিমাণ বৃদ্ধি করা এবং সেবার মান নিশ্চিত করা৷ সেই সাথে পৌরসভার আর্থিক ব্যবস্থার উন্নয়ন সাধন করে পরিকল্পিত ও পরিবেশবান্ধব শহর হিসাবে গড়ে তোলার নিমিত্তে পৌরসভাকে সক্রিয় ও স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করা৷

নোটিশ