স্থায়ী
স্থায়ী কমিটি
স্মারক সংখ্যাঃ কালী/পৌর/২০২১/৪৩৭
তারিখঃ- ১২/ ৯/২০২১ইং
(ক) সংস্থাপন ও অর্থ বিষয়ক কমিটি
১) মোঃ ফিরোজ আহম্মদ,কাউন্সিলর,৯নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ রুবেল মিয়া, ২নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) আঞ্জু বেগম,কাউন্সিলর (সংরক্ষিত- ৩), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) মোছাঃ শামছুন্নাহার বিনা,কাউন্সিলর সংরক্ষিত আসন-২, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার সচিব, জনাব আব্দুল্লাহ আল মাসুম।
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। পৌরসভার পরিচালন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি তথা পৌরসভার কাজকর্ম ও সেবার মান বাড়নোর ব্যাপারে গতিশীলতা আনয়নের জন্য সকল শূন্য পদসমূহে কর্মকর্তা/কর্মচারী নিয়োগ করার পদক্ষেপ গ্রহণ করা;
২.২। যে সকল পদে ইতিমধ্যে পদোন্নতির সুযোগ সৃষ্টি সেই সকল পদে যোগ্য ব্যক্তিদের পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা;
২.৩। বাৎসরিক ভিত্তিতে কর্মকর্তা/কর্মাচরীদের কর্মোদ্যোগ,দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করা;
২.৪। কর্মকর্তা/কর্মচারীদের কর্ম বন্টন অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা;
২.৫। কর্মকর্তা/কর্মচারীসহ অন্যান্য সকলের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা;
২.৬। আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি বজায় রেখে পৌরসভার বার্ষিক বাজেট প্রণয়নে সাহায্য করা;
২.৭। রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা;
২.৮। পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে পৌর তহবিলের কিছু অংশ বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে বিনিয়োগের পরিকল্পনা প্রস্তাব করা;
২.৯। সুশাসন প্রতিষ্ঠাকল্পে পৌরসভার সকল কার্যক্রমে তথ্য প্রযুক্তি(ই-গভর্নেন্স) চালু করণের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করা;
২.১০। সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের নিকট পৌরসভার সকল দায়-দেনা নির্ধারণ করিয়া তাহা আদায়ে পৌর পরিষদকে সহায়ক করা;
২.১১। পৌর তহবিল ব্যয়ের স্বচ্ছতা ও জবাব দিহিতার জন্য সকল ব্যয় সময়মত নিরীক্ষার ব্যবস্থা করা;
২.১২। নতুন, পুরাতন সকল নিরীক্ষা আপত্তি নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করা;
২.১৩। পৌর পরিষদের সংস্থাপন ও অর্থ সংক্রান্ত কাজে পরামর্শ প্রদান করা;
(খ) কর নিরুপন ও আদায় বিষয়ক কমিটি
১) মোঃ আশরাফুজ্জামান, কাউন্সিলর,৩নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ রাশেদুল হক, কাউন্সিলর,১নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) মোছাঃ মমতাজ বেগম, কাউন্সিলর (সংরক্ষিত- ১), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) মোছাঃ শামছুন্নাহার কাউন্সিলর সংরক্ষিত আসন-২, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার করনির্ধারক,জনাব মোঃ ফিরোজ আহম্মদ
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। কর,উপ-কর,রেইট,টোল,ফিস ও অন্যান্য কর আরোপ এবং আদায়ের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বনের সুপারিশ করা;
২.২। সরকারি নীতিমালার সাথে সঙ্গতিবিধান করিয়া কর আরোপ বিধিমালা প্রয়োগ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করা;
২.৩। কর অব্যাহতি, কর রহিতকরণ ও কর চুড়ান্তকরণ বিষয়ে মতামত প্রদান করা;
২.৪। কর আদায় ও কর নির্ধারণ কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ প্রদান করা;
২.৫। সময়মত কর পরিশোধে জনসাধারণকে উদ্বুদ্ধ করা;
২.৬। অন্তবর্তী কর নির্ধারণ কার্যক্রম অব্যাহত রাখার কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা করা ও দিক নির্দেশনা প্রদান করা;
২.৭। কর সংক্রান্ত ডাটাবেইজ তৈরী ও হালনাগাদ করার কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা;
২.৮। কর আদায় কার্যক্রম মনিটরিং করা এবং আদায় লক্ষমাত্রা নির্ধারণ ও আদায় পরিস্থিতি পর্যালোচনা করা;
২.৯। কর সংক্রান্ত আপত্তি শুনানি গ্রহণপূর্বক দ্রæত সিদ্ধান্ত গ্রহণ করা;
২.১০। কর প্রদান ও সেবা গ্রহণ বিষয়ে পৌরসভা ও জনগণের মাঝে সেতু বন্ধন হিসাবে কাজ করা;
২.১১। রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে করের নতুন নতুন উৎস খোঁজকরণ;
২.১২। কর নিরুপণ ও আদায় কাজে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করার ব্যবস্থা করা;
২.১৩। পৌরসভার নিজস্ব তহবিল দ্বারা কর আদায়ের বিষয়ে কম্পিউটার সফ্টওয়ার চালু করা এবং অব্যাহত রাখা;
২.১৪। কমিটি বিশেষজ্ঞ সদস্য হিসাবে সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে কো-অপট্ করিতে পারিবে;
২.১৫। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি।
(গ) হিসাব ও নিরীক্ষা বিষয়ক কমিটি
১) মোঃ বদিউজ্জামান, কাউন্সিলর,৪নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মেহেদী হাসান, কাউন্সিলর,৮নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) শামছুন্নাহার বিনা,কাউন্সিলর (সংরক্ষিত- ২), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) মোছাঃ মমতাজ বেগম,কাউন্সিলর সংরক্ষিত আসন-১, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক, জনাব মোঃ মশিয়ার রহমান।
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। পৌরসভার সকল আয় ব্যয়ের হিসাবপত্র যথাযথভাবে সংরক্ষণ করিতে সংশ্লিষ্ট সকলকে সহায়তা করা;
২.২। সকল প্রকার আদায় ও জমার হিসাব নিয়মিত যাচাই বাছাই করা;
২.৩। সরকারি বিধি বিধান (নির্ধারিত ফরম ও পদ্ধতি অনুসরণে) অবলম্বনে পৌরসভার যাবতীয় হিসাব ও কর্মকান্ড পরিচালনা করা হয় কিনা যাচাই করা’
২.৪। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পৌরসভার সকল প্রকার আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সহায়তা করা;
২.৫। আয়-ব্যয়ের হিসাব বৎসরে একবার নিরীক্ষা করা এবং এই সংক্রান্ত প্রতিবেদন পৌরসভার সাধারণ সভায় উপস্থাপনের ব্যবস্থা গ্রহণ;
২.৬। হিসাব শাখাকে পরিপূর্ণভাবে কম্পিউটারাইজড করিতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করা;
২.৭। নির্ধারিত সময় পর পর পৌরসভার যাবতীয় আয়-ব্যয় অভ্যন্তরীণ নিরীক্ষা করা;
২.৮। হিসাব সংক্রান্ত কম্পিউটার সফ্টওয়ার চালু থাকিলে পৌরসভার হিসাব ব্যবস্থাপনায় তা ব্যবহার অব্যাহত রাখা;
২.৯। জেলা সদরের পৌরসভার ক্ষেত্রে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এবং অন্যান্য পৌরসভার ক্ষেত্রে উপজেলা
হিসাব রক্ষককে কমিটির বিশেষজ্ঞ সদস্য হিসাবে কো-অপট্ করিতে পারিবে যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য);
২.১০। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি।
ঘ) নগর পরিকল্পনা,নাগরিক সেবা ও উন্নয়ন বিষয়ক কমিটি
১) মোঃ মুক্তার হোসেন, কাউন্সিলর,৭নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ ফিরোজ আহমেদ, কাউন্সিলর,৯নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) আঞ্জু বেগম,কাউন্সিলর (সংরক্ষিত- ৩), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) শামছুন্নাহার বিনা,কাউন্সিলর সংরক্ষিত আসন-২, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী,জনাব মোঃ আঃ ওহাব।
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। পৌর এলাকার জন্য একটি মহাপরিকল্পনা প্রনয়ন ও উক্ত মহাপরিকল্পনা কার্যকর করিতে সহায়তা করা। এই ধরণের মহাপরিকল্পনা প্রণয়নে যে বিষয়গুলি বিশেষভাবে বিবেচনায় রাখিতে হইবে-
ক) পৌর এলাকার ইতিহাস ও ঐতিহ্য,পরিসংখ্যান,জনসেবামূলক এবং অন্যান্য বিষয়াদির বিবরণ সম্বলিত একটি জরিপ পরিচালনা করা;
খ) পৌর এলাকার কোন কোন স্থান বা এলাকার উন্নয়ন ও সম্প্রসারণ করা দরকার তাহার একটি মানচিত্র প্রস্তুত করা;
গ) প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে পৌর পরিষদকে পরামর্শ প্রদান করা।
ঘ) সুষম উন্নয়নের স্বার্থে পৌর এলাকার কোন অঞ্চলের অহেতুক অবকাঠামোগত সম্প্রসারণ নিয়ন্ত্রণ করা;
ঙ) অবকাঠামো ও নাগরিক সেবা উন্নয়নে পৌর আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সকলকে পরামর্শ প্রদান করা; এবং
চ) অবকাঠামো ও নাগরিক সেবা উন্নয়নে পৌর আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সকলকে পরামর্শ প্রদান করা
২.২।সকল প্রকার নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে পৌর এলাকার রাস্তা ও অন্যান্য এলাকায় বৃক্ষ রোপন,পরিচর্যা, উদ্যান নির্মাণ,রক্ষণাবেক্ষণ,খোলা জায়গার ব্যবস্থা,পুকুর নিস্কাষণ,রক্ষণাবেক্ষণ পৌর কর্তৃপক্ষকে সহায়তা প্রদান;
২.৩। বিভিন্ন প্রকার উন্নয়ন কর্মকান্ড চিহিৃত করে তা গ্রহণ ও বাস্তবায়নে পৌর পরিষদকে পরামর্শ প্রদান করা এবং চলমান প্রকল্প বাস্তবায়নে সকলকে সহায়তা করা;
২.৪। পৌরসভার অবকাঠামো তালিকা প্রণয়ন ও বেইজ ম্যাপ ব্যবহার পূর্বক অবকাঠামো উন্নয়নে পৌরসভাকে সহায়তা প্রদান;
২.৫। ইমারত নির্মাণ ও পুনঃ নির্মাণের যাবতীয় কর্মকান্ড পরিবীক্ষণ করা,বিশেষতঃ বিল্ডিং কোড ব্যবহার নিশ্চিত করা;
২.৬। জেলা সদরের পৌরসভার ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী,গণপূর্ত অধিদপ্তর এবং অন্যান্য পৌরসভার ক্ষেত্রে স্থানীয়সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীকে বিশেষঞ্জ সদস্য হিসাবে কো-অপট্ করিতে পারিবে (যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য);
২.৭। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি।
(ঙ) আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক কমিটি
১) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ মনিরুজ্জামান, কাউন্সিলর,৫নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ নাছির উদ্দিন লিটন, কাউন্সিলর,৬নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) মোছাঃ মমতাজ বেগম,কাউন্সিলর (সংরক্ষিত- ১), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) আঞ্জু বেগম,কাউন্সিলর সংরক্ষিত আসন-৩, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার সচিব, জনাব আব্দুল্লাহ আল মাসুম।
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। পৌর এলাকার নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার কাজে পৌর পরিষদসহ পৌরসভার সকল বিভাগকে সক্রিয় করা;
২.২। পৌর এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ড,অপরাধের ধরণ,অপরাধীদের চিহিুতকরণ,অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশকে সহযোগিতা করা;
২.৩। পৌর এলাকার মধ্যে খারাপ ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা সম্পর্কে খবরাখবর রাখা এবং তাহাদের সম্পর্কে পুলিশকে তথ্য সরবরাহ করা;
২.৪। পৌরসভার সম্পদের ক্ষতিসাধন,সম্পদের দখল ,অবৈধ ব্যবহার ইত্যাদি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া;
২.৫। পৌরসেবা প্রদান করিতে বাধা দেয়া হবে তাহা প্রতিরোধ করা;
২.৬। পৌর এলাকার সকল প্রকার বিরোধ,দাঙ্গা বা মারাতœক কলহের সৃষ্টি করিতে পারে বা জনশৃঙ্খলা বিঘিœত করিতে পারে এমন আশঙ্কা থাকিলে তাহা প্রতিরোধ করার জন্য উদ্যোগ গ্রহণ প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণ করা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা;
২.৭। অগ্নি নির্বাপন ও প্রতিরোধ,দূর্যোগকালীন সময়ের বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং নাগরি সংহতি বজায় রাখার কাজে পৌর পরিষদসহ সকল বিভাগকে পরামর্শ ও সহায়তা প্রদান করা;
২.৮। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বিধান ও সুষ্ঠ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখিতে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা;
২.৯। ছোট খাট বিবাদ মীমাংসা জন্য সালিশের ব্যবস্থা গ্রহণ করা;
২.১০। পৌর এলাকার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(প্রশাসনিক) বে বিশেষঞ্জ সদস্য হিসেবে কো-অপট্ করিতে পারিবে।
(চ) যোগাযোগ ও ভৌত অবকাঠামো বিষয়ক কমিটি
১) মেহেদী হাসান, কাউন্সিলর,৮নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা সভাপতি
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা সদস্য
৩) মোঃ রুবেল মিয়া, কাউন্সিলর,২নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা সদস্য
৪) আঞ্জু বেগম,কাউন্সিলর (সংরক্ষিত- ৩), কালীগঞ্জ পৌরসভা সদস্য
৫) শামছুন্নাহার বিনা, কাউন্সিলর সংরক্ষিত আসন-২, কালীগঞ্জ পৌরসভা সদস্য
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আঃ ওহাব
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। যানবাহন ও সর্বসাধারণের চলাচলের জন্য পৌর এলাকার সড়ক যোগাযোগ সম্পকির্ত পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট বিভাগকে সহায়তাকরা;
২.২। পৌর এলাকার সড়ক ও রাস্তাঘাট উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট বিভাগকে সহায়তা করা;
২.৩। জনসাধারণের সুবিধার জন্য বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি নির্মাণের ব্যবস্থা করা;
২.৪। পৌরসভার সকল অবকাঠামো ইনভেন্টরী করা,ডাটাবেজ ও ম্যাপ তৈরী করা;
২.৫। বিভিন্ন প্রকার ভৌত অবকাঠামোর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য সরেজমিনে পরিদর্শন,মনিটরিং ও তদারক করা;
২.৬। পৌরসভার সংশ্লিষ্ট সকলকে মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণের উদ্যোগ নেয়া;
২.৭। পৌরসভার এলাকার সড়কসমূহে বাতির ব্যবস্থা করা ও ট্রাফিক নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রম গ্রহণ;
২.৮। জেলা সদরের পৌরসভার ক্ষেত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী অথবা উপ-বিভাগীয় এবং অন্যান্য পৌরসভার ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীকে বিশেষজ্ঞ সদস্য হিসাবে কো-অপট্ করিতে পারিবে (যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য); ২.৯। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা;
(ছ) নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি
১) শামছুন্নাহার বিনা,কাউন্সিলর (সংরক্ষিত- ৩), – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ রাশেদুল হক, কাউন্সিলর,১নং ওয়ার্ড, – ( সদস্য )
৪) আঞ্জু বেগম ,কাউন্সিলর (সংরক্ষিত- ৩), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) মোছাঃ মমতাজ বেগম,(সংরক্ষিত আসন-২), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার সচিব জনাব আব্দুল্লাহ আল মাসুম।
কার্যপরিধি ( T O R ) :
২.১। প্রতিমাসে ১ টি করে সভা করা এবং নিয়মিতভাবে কার্যবিবরণী লিপিবদ্ধ করা;
২.২। পৌরসভার বিভিন্ন কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ;
২.৩। নারী শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্টির কল্যানে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম গ্রহণে সুপারিশ করা ;
২.৪। প্রকল্পের আত্ততায় প্রণীত সংক্ষিপ্ত নির্দেশনা সম্বলিত ধারনামূলক জেন্ডার এ্যাকশন প¬ানের সাথে সামঞ্জস্য রেখে পৌরসভার চাহিদা অনুযায়ী জেন্ডার এ্যাকশন প¬্যান প্রণয়ন এবং টিএলসিসির এর অনুমোদন ক্রমে পিডিপি-তে অন্তর্ভূক্তকরণ;
২.৫। জেন্ডার এ্যাকশন প¬্যান বাস্তবায়নের জন্য নারীর উন্নয়ন সংক্রান্ত বাজেট প্রণয়ন করা, বরাদ্দের সুপারিশ করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা;
২.৬। টিএলসিসি, ডাবি¬উএলসিসি ইত্যাদি সংশি¬ষ্ট ফোরামে/সভায় জেন্ডার বিষয়ক কার্যক্রম নিয়মিত উপস্থাপন করা ;
২.৭। নারী-পুরুষ সমতা সংক্রান্ত বিষয় চিহিৃত করা এবং জেন্ডার ও জেন্ডার এ্যাকশন প¬্যান বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে কমিউনিটি, সরকারী প্রতিষ্ঠান এনজিওসহ পৌরসভার ভূমিকা চিহিৃত করা;
২.৮। পৌরসভার উন্নয়ণ পরিকল্পনায়(পিডিপি) বর্ণিত সংশি¬ষ্ট সকল কার্যক্রমের বাস্তবায়ন ও পরিবীক্ষণে সহায়তা করা;
২.৯। আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত নারীদের উৎসাহিত করার জন্য ব্যবসায়ী নারীদের জন্য পৌর মার্কেটে দোকান বরাদ্দের ক্ষেত্রে কোটা সংরক্ষণ);
২.১০। নারী ও শিশুপাচার এবং বাল্য বিবাহ রোধে জনগণকে সচেতন করা। যৌতুক বিরোধী অভিযান পরিচালনা করা। যৌতুকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগনকে অবহিত করা;
২.১১। জন্ম-মৃত্যুর তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণ করা। জন্ম নিবন্ধন তৈরীতে পৌরবাসীকে উৎসাহিত করা;
২.১২। দুস্থ নারী ও শিশুদের স্বাভাবিক জীবন যাপন ও নিরাপত্তার ব্যবস্থা করা। প্রয়োজনে এতিমখানা, বিধবা নিবাস বা আশ্রয়কেন্দ্র ইত্যাদি প্রতিষ্ঠাকরণে সুপারিশ করা।
২.১৩। ভিক্ষাবৃত্তি, ইভ টিজিং, পতিতাবৃত্তি, কিশোর শ্রম বা কিশোর অপরাধের ন্যায় বিভিন্নঅনাচার বন্ধে জনগনকে সচেতন করা এবং পৌরসভার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহণ করতে সুপারিশ করা;
২.১৪। শিশুদের জন্য শিশু ও নারী বান্ধব খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র বা পার্ক নির্মাণে সুপারিশ করা।
২.১৫। পৌরসভার জেন্ডার এ্যাকশান প¬ানের যথাযথ বাস্তবায়ন এবং সঠিকভাবে পুরণকৃত মনিটরিং ফরমেট যথা সময়ে প্রকল্প ব্যবস্থাপনা অফিসে প্রেরণসহ মনিটরিং ও রিপোটিং সংক্রান্ত বিষয়াদি নিশ্চিত করা;
২.১৬। পৌর এলাকার নারী নির্যাতন বিষয়ক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
২.১৭। জেলা পর্যায়ে পৌরসভার ক্ষেত্রে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং অন্যান্য পৌরসভার ক্ষেত্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অথবা টিএলসিডির সক্রিয় এবং দক্ষ নারী সদস্যকে বিশেষজ্ঞ সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে(যে ক্ষেত্রে যা প্রযোজ্য);
২.১৮। অন্যান্য সংশিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা।
(জ) মৎস ও প্রাণি সম্পদ বিষয়ক কমিটি
১) মোছাঃ মমতাজ বেগম, কাউন্সিলর (সংরক্ষিত আসন-১), কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ মনিরুজ্জামান,কাউন্সিলর, ৫নং ওয়ার্ড,কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) আঞ্জু বেগম কাউন্সিলর (সংরক্ষিত- ৩), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫ মোছাঃ মমতাজ বেগম, কাউন্সিলর (সংরক্ষিত আসন-১, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার প্রধান সহকারী,মোঃ আমিনুল ইসলাম।
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। জীব বৈচিত্র সংরক্ষণে অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে সহায়তা করা;
২.২। গবাদি পশু,হাঁস-মুরগী এবং মাছে বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করা;
২.৩। মারাতœক আক্রান্ত গবাদি পশু পাখির চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা এবং প্রয়োজনে আক্রান্ত পশু পাখি ধবংসের ব্যবস্থা করা;
২.৪। পশু পাখির রোগ বালাই প্রতিরোধের টিকা সংগ্রহ ও প্রদানের ব্যবস্থা গ্রহণ করা;
২.৫। পৌর এলাকর বিভিন্ন পুকুর,জলাধার ও নিন্মঞ্চলসমূহ পুনরুদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা এবং প্রয়োজনেন সংস্কার করা। এইরুপ জলাধারকে মৎস্য ক্ষেত্রে হিসাবে ঘোষণা করা:
২.৬। পৌর এলাকার সীমানা বা ইহার বাহিরে কসাইখানা স্থাপন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সুপারিশ করা;
২.৭। পৌর এলাকার প্রাণি হাসপাতাল ডিসপেনসারি স্থাপন,রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা গ্রহণ;
২.৮। জেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবং অন্যান্য পৌরসভার ক্ষেত্রে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে বিশেষজ্ঞ সদস্য হিসাবে কো-অপট্ করিতে পারিবে(যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য);
২.৯। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা।
(ঝ) তথ্য ও সংস্কৃতি বিষয়ক কমিটি
১) আঞ্জু বেগম, কাউন্সিলর (সংরক্ষিত- ৩), কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ রাশেদুল হক, কাউন্সিলর ১নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) শামছুন্নাহার বিনা, কাউন্সিলর (সংরক্ষিত- ২), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) আঞ্জু বেগম, কাউন্সিলর সংরক্ষিত আসন-৩, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার উচ্চমান সহকারী, মোঃ রবিউল ইসলাম
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। সুস্থ্য সাংস্কৃতির কর্মকান্ডের বিকাশ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তরসমূহের সাথে যোগাযোগ রক্ষা করা হয়;
২.২। জনসংযোগ বিষয়ক তথ্য সংগ্রহ,বিভিন্ন প্রকার বার্তা ও বাণী প্রস্তত এবং প্রচারের যথাযথ উপায় ও মাধ্যম নির্বাচন করা;
২.৩। পৌর এলাকার ঐতিহাসিক উপাদানগুলির যথাযথ সংরক্ষণ করা এবং ক্ষতি সাধন প্রতিরোধ করা;
২.৪। জাতীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসসমূহ ভাবগাম্ভীর্যের ও সহিত পৌর এলাকায় উদযাপনের ব্যবস্থা গ্রহণ করা;
২.৫। বিনোদন,ব্যায়াম ও খেলাধুলায় উৎসাহ দান করা এবং বিভিন্ন প্রকার টুর্মামেন্টের আয়োজন করা;
২.৬। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনকারীদের সহায়তা করা। সকল ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালনে সহায়তা করা;
২.৭। মসজিদ,মন্দির,গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানের আচার অনুষ্ঠান প্রতিপালনে সহযোগিতা করা;
২.৮। পৌর এলাকায় শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা;
২.৯। পৌরসভার পরিচালিত তথ্য ও সেবা কেন্দ্রে সেবার মান পরিবীক্ষণ;
২.১০। জেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার এবং অন্যান্য পৌরসভার ক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিশেষজ্ঞ সদস্য হিসাবে কো-অপট্ করিতে পারিবে(যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য);
২.১১। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা।
(ঞ) বাজার মূল্য পর্যবেক্ষণ,মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক কমিটি
১) মোঃ মুক্তার হোসেন, কাউন্সিলর ৭নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ ফিরোজ আহমেদ, কাউন্সিলর-৯নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) মোছাঃ মমতাজ বেগম,কাউন্সিলর (সংরক্ষিত- ১), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) আঞ্জু বেগম,কাউন্সিলর সংরক্ষিত (সংরক্ষিত-৩), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর, মোঃ আলমগীর কবির।
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। পৌরসভা এলাকার অবস্থিত বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য পরিস্থিতি পর্যালোচনা ও মূল্য নিয়ন্ত্রণে সুপারিশ করা;
২.২। পণ্য চাহিদা ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা। কোন প্রকার সংকট থাকিলে উহার কারণ ও সমাধানের উপায় নির্ধারণ করা;
২.৩। নকল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য সামগ্রীর বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা। সামগ্রীক বাজার পরিস্থিতির উপর প্রতিবেদন প্রস্তত করা এবং পৌর পরিষদকে অবহিত করা;
২.৪। বাজার মূল্য পরিস্থিতি ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য সামগ্রীর বিক্রয় নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং ভ্রাম্যমাণ আদালতকে সামগ্রিকভাবে সহায়তা করা;
২.৫। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা;
(ক) দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটি (অতিরিক্ত স্থায়ী কমিটি)
১) মোঃ মনিরুজ্জামান, কাউন্সিলর ৫নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ মেহেদী হাসান, কাউন্সিলর ৮নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) আঞ্জু বেগম ,কাউন্সিলর (সংরক্ষিত- ৩), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) শামছুন্নাহার বিনা,কাউন্সিলর সংরক্ষিত আসন-২, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার প্রধান সহকারী,মোঃ আমিনুল ইসলাম।
২। কমিটির কার্যপরিধি
২.১ দুর্যোগ সংক্রান্ত স্থায়ী সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের স্থায়ী নির্দেশনাবলী অনুযায়ী পূর্ব সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করা
২.২ দূর্যোগ প্রদুর্ভাব সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহন করা
২.৩ দূর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির জন্য পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষনের ব্যাবস্থা করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদেরও প্রশিক্ষনের ব্যবস্থা করা
২.৪ দূর্যোগকালীন সময়ে জরুরী ভিত্তিতে পৌরসভায় দূর্যোগ নিয়ন্ত্রন কক্ষের ব্যাবস্থা করা
২.৫ দূর্যোগকালীন সময়ে এবং পরে সহায়তা প্রদানের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করা
২.৬ দূর্যোগকালীন সময়ে ঝুকিপূর্ণ ব্যক্তিদের নিরাপদ জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করা
২.৭ দূর্যোগকালীন সময়ে আহত ব্যক্তিদের জরুরী ভিত্তিতে চিকিৎসা সহায়তা ব্যবস্থা করা
২.৮ দূর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা
২.৯ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি।
(খ) আবর্জনা অপসারণ ও হস্তান্তর বিষয়ক কমিটি (অতিরিক্ত স্থায়ী কমিটি)
১) মোঃ মুক্তার হোসেন, কাউন্সিলর ৭নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ ফিরোজ আহমেদ, কাউন্সিলর ৯নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) মোছাঃ মমতাজ বেগম, কাউন্সিলর (সংরক্ষিত- ১), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫) আঞ্জু বেগম,কাউন্সিলর সংরক্ষিত আসন-৩, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার কনজার ভেন্সী পরিদর্শক,জনাব মোঃ তৌহিদুজ্জামান
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। বাড়ি-ঘর,অফিস-আদালত,রাস্তা,নর্দমা ও খোলা জায়গা হইতে ময়লা আর্বজনা সংগ্রহ ও অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
২.২। বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা সংগ্রহ ও সংরক্ষণের জন্য পাত্র বা আধারের ব্যবস্থা করা;
২.৩। কোন ইমারত বা অন্য কোন ভৌত অবকাঠামো ঝুঁকিপূর্ণ হলে বা অস্বাস্থ্যকর অবস্থায় থাকলে তা দ্রæত অপসারণ বা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
২.৪। পাবলিক টয়লেট যথাযথ সংরক্ষণ কর এবং নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা;
২.৫। শিল্প কল-কারখানার বর্জ্য অপসারণে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে পৌর পরিষদকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা;
২.৬। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে পৌর পরিষদকে সুস্পষ্ট পরামর্শ নেওয়া;
২.৭। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা;
(গ) স্বাস্থ্য,পানি ও স্যানিটেশন কমিটি(অতিরিক্ত স্থায়ী কমিটি)
১) মোঃ আশরাফুজ্জামান, কাউন্সিলর ৩নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সভাপতি )
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৩) মোঃ নাছির উদ্দিন লিটন, কাউন্সিলর ৬নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৪) শামছুন্নাহার বিনা,কাউন্সিলর (সংরক্ষিত- ২), কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
৫ মোছাঃ মমতাজ বেগম, কাউন্সিলর সংরক্ষিত আসন-১, কালীগঞ্জ পৌরসভা – ( সদস্য )
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার স্বাস্থ্য সহকারী, জনাব মোঃ এমদাদুল হক,
২। কমিটির কার্যপরিধিঃ
২.১। পৌরসভা এলাকার ইপিআই কর্মসূচিসহ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা;
২.২। পৌর এলাকার পরিবেশ সংরক্ষণ এবং হোটেল,রেঁস্তোরা,হাটও বাজারের খোলা খাদ্যের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা;
২.৩। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পয়ঃপ্রণালী ব্যবস্থা নিশ্চিত করা;
২.৪। জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা। সকল সরকারি ও বেসরকারি সংস্থার সহিত সমন্বয় সাধনের ব্যবস্থা করা;
২.৫। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করা;
২.৬। জবাইকৃত পশুর মাংসের মান নিয়ন্ত্রণ করা;
২.৭। পুরুষ ও মহিলাদের পৌর এলাকার বিভিন্ন স্থানে পায়খানা ও প্রস্্রাবখানা নির্মাণ ও সংরক্ষণ করা;
২.৮। জন্ম-মৃত্যু নিবন্ধনে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করা;
২.৯। জেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন অথবা ডেপুটি সিভিল সার্জন এবং অন্যান্য পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিশেষজ্ঞ সদস্য হিসাবে কো-অপট্ করা যাইতে পারে (যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য);
২.১০। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা।
(ঘ) দারিদ্র্য নিরসন ও বস্তি উন্নয়ন কমিটি (অতিরিক্ত স্থায়ী কমিটি)
১) মোঃ বদিউজ্জামান, কাউন্সিলর ৪নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা সভাপতি
২) মোঃ আশরাফুল আলম, মেয়র, কালীগঞ্জ পৌরসভা সদস্য
৩) মোঃ রুবেল মিয়া, কাউন্সিলর ২নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা সদস্য
৪) আঞ্জু বেগম,কাউন্সিলর (সংরক্ষিত- ৩), কালীগঞ্জ পৌরসভা সদস্য
৫) শামছুন্নাহার বিনা,কাউন্সিলর সংরক্ষিত আসন-২, কালীগঞ্জ পৌরসভা সদস্য
এই কমিটির নথি-পত্র ব্যবস্থাপনাসহ যাবতীয় সাচিবিক কার্যক্রম পালন করবেন কালীগঞ্জ পৌরসভার সচিব,জনাব আব্দুল্লাহ আল মাসুম
কার্যপরিধি ( T O R ) :
১। প্রতিমাসে ১ টি করে সভা করা এবং নিয়মিতভাবে কার্যবিবরণী লিপিবদ্ধ করা;
২। পৌর এলাকার বসবাসকারী দরিদ্র মানুষ এবং বস্তির সংখ্যা নিরুপণ ও তালিকা তৈরী করা ও অগ্রাধিকার নির্ণয়;
৩। দরিদ্র মানুষের চাহিদা নিরুপণ ও অগ্রাধিকার নির্ণয় করা;
৪। দারিদ্র হ্রাসকরণ সংক্রান্ত বাজেট প্রণয়ন করা, বরাদ্দের সুপারিশ করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা;
৫। দারিদ্র নিরসনে স্কীম চিহিৃতকরণ, দারিদ্র হ্রাসকরণ কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং সেই সকল কর্ম প্রকল্প বাস্তবায়ন প্রকল্পের আত্ততায় প্রণীত সংক্ষিপ্ত ধারণামূলক দারিদ্র হ্রাসকরন কর্মপরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে পৌরসভার চাহিদা অনুযায়ী দারিদ্র হ্রাসকরণ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং টিএলসিসির এর অনুমোদন ক্রমে পিডিপি-তে অন্তর্ভূক্তকরণ;।
৬। টিএলসিসি, ডাবিøউ এল সিসি ইত্যাদি সংশ্লিষ্ট ফোরামে দারিদ্র-হ্রাসকরণ সংক্রান্ত কার্যক্রম নিয়মিত উপস্থাপন করা;
৭। দারিদ্র হ্রাসকরণ কর্ম পরিকল্পনা বাস্তবায়নে কমিউনিটি সরকারী প্রতিষ্ঠান, এনজিওসহ পৌরসভার ভূমিকা চিহিৃত করা।
৮। বস্তি ও ক্লাস্টার চিহিৃতকরণ করা, আর্থ-সামাজিক ও অবকাঠামো সেবা প্রদানের ব্যবস্থা করা;
৯। বস্তি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা এবং বস্তি উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালন করা;।
১০। পৌর এলাকায় দারিদ্র হ্রাসকরণ বিষয়ক যাবতীয় কর্মকান্ড কার্যকর ভাবে পর্যালোচনা করা;
১১। দরিদ্র মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড গ্রহণ করা। ১২। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে দরিদ্র জনজনকে সম্পৃক্ত করা;
১৩। দরিদ্র মানুষ বিশেষত দরিদ্র নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয় বর্ধক কর্মসূচী ও শিক্ষা কার্যক্রম গ্রহণ করা।
১৪। পৌরসভার দারিদ্র হ্রাসকরণ কর্ম পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন এবং সঠিকভাবে পুরণকৃত মনিটরিং ফরমেট যথা সময়ে প্রকল্প ব্যবস্থাপনা অফিসে প্রেরণসহ মনিটরিং ও রিপোটিং সংক্রাস্ত বিষয়াদি নিশ্চিত করা;
১৫। প্রয়োজনে পৌরসভার অন্য কোন কর্মকর্তা কিংবা এ বিষয়ে দক্ষ অন্য কোন ব্যক্তিকে কো-অপ্ট করতে পারবে;
১৬। অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা।